আব্দুল খালেক চৌধুরী

ইউপি চেয়ারম্যান
০১৭১৮-০১১১৯৪
shaplapur2020@gmail.com
স্মার্ট ইউনিয়ন গড়ার লক্ষ্যে, আমি কক্সবাজার জেলায় সর্ব প্রথম সম্পূর্ণ অনলাইন ভিত্তিক ডাটাবেইজ ও সেবা প্রদান কার্যক্রম শরু করিলাম। তারই ধারাবায়িকতায় বর্তমান সময় মহেশখালী উপজেলার মধ্যে সর্বপ্রথম আমি আব্দুল খালেক চৌধুরী (চেয়ারম্যান) হিসাবে ডিজিটাল বাজেট উপস্থাপন করি। বর্তমানে একটি প্রতিষ্ঠানের এর সহযোগীতায় আমি অত্র ইউনিয়নের সকল হোল্ডিং নাম্বার ও ব্যবসা প্রতিষ্ঠানের লাইসেন্স নাম্বার QR কোড যুক্ত স্মার্ট কার্ড সিস্টেম করেছি। যার ফলে আমি এবং আমার এলাকার সকল জনগণসহ সারা দেশের মানুষ ১২নং পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের সকল খানার খবর ঘরে বসে নিতে পারবে। আমাদের ইউনিয়নের সকল নাগরিক https://shaplapurup.com এই ওয়েবসাইটের মাধ্যমে তাদের হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স সেবা নিতে পারবে। হোল্ডিং স্মার্ট কার্ডে থাকা QR কোড স্ক্যান করে বিকাশের মাধ্যমে ঘরে বসে ট্যাক্স পরিশোধ করতে পারবে সাথে সাথে রশিদ প্রিন্ট করে নিতে পারবে। ট্রেড লাইসেন্স আবেদন ও নবায়ন করতে পারবে ফি পরিশোধ করতে পারবে।